পাকিস্তান সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভালো সময়ই কাটছে। গতকাল স্বাগতিকদের হারিয়ে তারা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে। এমন সময়েও মন ভালো নেই দলটির ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের। কারণ দেশে বন্যা ও ভূমিধস।
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় শ্রীলঙ্কার ৫৬ জন মানুষ মারা গেছেন। অনেকে নিখোঁজ। খবরে বলা হয়েছে দেশটির ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থতিতে দেশটিতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ এবং দেশের কিছু অংশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
এমন অবস্থায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তান সফরের সম্পূর্ণ অর্থ, এমনকি ম্যাচ ফিও ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার সিদ্ধান্ত সনাৎ জয়াসুরিয়ার শিষ্যদের। বিষয়টি জয়াসুরিয়াই নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রোমাঞ্চর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা
ফেসবুকে এক পোস্টে শ্রীলঙ্কার কোচ লেখেন, ‘দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে আমাদের শ্রীলঙ্কানরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তাতে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের সদস্যরা ব্যথিত। দল হিসেবে আমাদের হৃদয় আপনাদের সকলের প্রতি বেদনার্ত এবং আমরা পাকিস্তান সিরিজের সফরের অর্থ এবং ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশে ফিরে আসার পরে আরও কাজ চালিয়ে যাব।’
বন্যা ও ভূমিধসের সময় জাতীয় নির্দেশনা অনুসরণ গুরুত্বপূর্ণ। জয়াসুরিয়ার আর্জি, যেন প্রত্যেকে নির্দেশ অনুসরণ করে চলেন। ‘দয়া করে নিরাপদে থাকুন, নির্দেশিকা অনুসরণ করুন এবং এই কঠিন সময়ে একে অপরের যত্ন নিন। সকল শ্রীলঙ্কানদের সঙ্গে দাঁড়িয়ে আছি।’
এবি/টিকে