শুক্রবার বন্ধ থাকবে বাণিজ্য মেলা

শুধুমাত্র একদিনের জন্য বন্ধ থাকবে বাণিজ্য মেলা। আগামী শুক্রবার মেলা বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সোমবার ইপিবির ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এদিন মেলার মাঠের নিকটবর্তী জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা (কাউন্টডাউন) অনুষ্ঠান। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত দেশি বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন। যে কারণে বাণিজ্য মেলা বন্ধ রাখা হবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: