আওয়ামী লীগ আমলে হিন্দুদের বাড়িঘর দখল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘ওই সময় হিন্দু সম্প্রদায়কে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাদের আবেগ নিয়ে রাজনীতি করা হয়েছে। বিএনপির আমলে হিন্দু ভাইবোনেরা ভালো ছিলেন এবং আগামী দিনেও ভালো থাকবেন।’
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তিগুলো ভোটের বিনিময়ে জান্নাত বিক্রির মতো ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সুবিধার জন্য গ্যাস সরবরাহসহ মৌলিক সেবা কার্যক্রম পুরোদমে চালু করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ‘বিএনপি জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।’
শ্রী দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান ও নিপেন বর্মনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
টিকে/