টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সেরা ডানহাতি অফস্পিনার শেখ মেহেদী। নিখুঁত লাইন-লেন্থ, নিয়ন্ত্রণ ও পরিমিত গতি দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন তিনি। করতে পারেন ব্যাটিংও। তার সঙ্গে সরাসরি চুক্তি হয়েছে চট্টগ্রাম রয়্যালসের।
শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে এক বিবৃতিতে মেহেদীকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে চট্টগ্রাম। সবশেষ তিন আসর তিনি খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, তার আগে খুলনা টাইগার্স, ঢাকা প্লাটুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের হয়ে। বিপিএলে ৮৮ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৭৩ উইকেট, রান করেছেন ৯১৫।
চট্টগ্রাম এর আগে দলে ভিড়িয়েছে তানভীর ইসলামকে। বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিটি দলকে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ও বিদেশি কেনার নিয়ম বেধে দিয়েছে। অর্থাৎ সরাসরি চুক্তিতে চট্টগ্রামের দেশি কেনার কোনা পূরণ হয়েছে। তারা একমাত্র বিদেশি কিনেছে আবরার আহমেদকে। আরও একজনকে কেনার সুযোগ রয়েছে। বাকি প্লেয়ারদের কিনতে যেতে হবে নিলাম টেবিলে।
৩০ নভেম্বর নিলাম থেকে দেশি ক্রিকেটার কিনতে হবে অন্তত ১২ জন, বিদেশি ২। নিলামে দেশি ক্রিকেটার ছিলেন ১৬৬ জন, বিদেশি ২৫০। অবশ্য অনেকেই সরাসরি চুক্তিতে দল খুঁজে নিচ্ছেন।
গভর্নিং কাউন্সিল গতকাল জানিয়েছিল, সিলেটে বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, ফাইনাল ২৩ জানুয়ারি। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই আসরকে সামনে রেখে চট্টগ্রাম কোচিং স্টাফের একজন সদস্যও ঠিক করে ফেলেছে। দলটির মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।
টিজে/টিকে