নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, গত ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার সদর এলাকায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, এ দেশের গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া আপস করেননি, যে আন্দোলনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শহীদ জিয়াউর রহমানের পরিবারকে হয়রানি করছে হাসিনা সরকার। আপনারা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে আখ্যায়িত করা হোক।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। তার নেতৃত্বেই বাংলাদেশের মানুষ আবারও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবেন।
এ সময় আর উপস্থিত ছিলেন আড়াইহাজার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এ সময় দোয়া মাহফিলটি নজরুল ইসলাম আজাদের উপস্থিতিতে জনসভায় পরিণত হয়।
আরপি/টিকে