টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টি (কাদের) থেকে পদত্যাগ করে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির প্রচার সম্পাদক ও সদর আসনে এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে যোগ দেন। এ সময় টুকু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জী এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে