বলিউডের পরিচিত মুখ তনুশ্রী চক্রবর্তী এবার ব্যক্তিগত জীবনে এক চমকপ্রদ মুহূর্তের সাক্ষী হলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তনুশ্রী জানিয়েছেন, সম্প্রতি প্রেমিক সুজিতের সঙ্গে রাতারাতি বিয়ে সেরে ফেলেছেন। তিনি জানিয়েছেন, সবটা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে এবং বিশ্বাস করাও কঠিন।
তনুশ্রী বলেছেন, “সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও ঘোর কাটেনি। বিশ্বাস হয়েও যেন হচ্ছে না! রাতারাতি ও সবটা ব্যবস্থা করে ফেলল! ভালবাসার বয়স কম হলে কী হবে, আমাদের প্রেম গভীর। হঠাৎ সুজিত বলল, বিয়েটা সেরে ফেলি?” তার এই উচ্ছ্বাসপূর্ণ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মুহূর্তটি তার জীবনের এক বিশেষ এবং অনন্য অভিজ্ঞতা।
দর্শক এবং ভক্তদের মধ্যে এই খবর ইতিমধ্যেই তুমুল আলোচনা সৃষ্টি করেছে। বলিউডের আলোচ্য চরিত্র হিসেবে তনুশ্রী ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শেয়ার করায় সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া এসেছে।
আইকে/টিএ