বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার ব্যাপারে এসেছিল অভিযোগ। সেই অভিযোগ আমলে নিয়ে ঘটনার তদন্তে নামে বিসিবি।
ফিক্সিংয়ে অভিযুক্তদের দেওয়া হবে সাজা। লম্বা সময় ধরে চলেছে তদন্ত। সেই তদন্ত শেষে ৯০০ পাতার রিপোর্ট বিসিবিতে জমা দিয়েছে কমিটি।
বিসিবির দুর্নীতি দমন কমিশন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালও ছিলেন অভিযোগের তদন্তে। এবার তার পরামর্শেই অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে। এছাড়া আসন্ন বিপিএলেও অভিযুক্তদের রাখা হবে না।
বিপিএলে ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় ১০-১২ জন ক্রিকেটার শাস্তি পেতে যাচ্ছেন বলে বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। এছাড়া ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের নামও রয়েছে অভিযুক্তের তালিকায়। তাদেরকে আসন্ন মৌসুমের বিপিএল থেকে দূরে রাখা হবে।
বিপিএলের নতুন মৌসুমের আগে একটি বিষয় ছিল আলোচনার তুঙ্গে, ফিক্সিংয়ে অভিযুক্তদের কি খেলতে দেওয়া হবে? কর্তারা বারবারই বলে গেছেন ফিক্সিংয়ে অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে তাদের বাদ দিয়েই হবে বিপিএল। যদিও শেষ দিকে সুর বদলে গিয়েছিল। অনেক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার কথাও বলেছিলেন কর্তারা। সাথে আংশিক প্রমাণিত হয়েছিল কিছু ক্ষেত্রে। তাই ক্রিকেটারদের খেলতে দেওয়ার কথা জানানো হয়।
তবে এবার আর ছাড় নয়। সর্বশেষ সিদ্ধান্ত বিপিএলের আসন্ন মৌসুমে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে না। সংক্ষিপ্ত এক বোর্ড সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া দেশি ক্রিকেটারদের যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানেও কিছু বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দিয়ে বাকিদের নিয়ে আয়োজন করা হবে বিপিএলের আসন্ন মৌসুম।
আগামী ৩০ নভেম্বর আয়োজিত হবে বিপিএলের প্লেয়ার্স অকশন বা নিলাম।
আইকে/টিএ