যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ সেনা নিহত

ইরাকে অবস্থিত দুটি মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানি নিহতের প্রতিশোধ হিসেবে বুধবার এই হামলা চালায় ইরান। হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি ইরানের।

ইরানের অভিজাত ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এ খবর দিয়েছে।

আইআরজিসি’র ওই সূত্র জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুটি সেনাঘাঁটিতে অবস্থানরত অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়। এছাড়া আরও অন্তত ২০০ সেনা আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত দুটি ঘাঁটির মধ্যে ‘আল আসাদ’ সেনাঘাঁটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ঘাঁটি দিয়ে ইরাকে যুক্তরাষ্ট্রের সকল বিমান ও ড্রোন উড্ডয়ন করতো।

তেহরান টাইমস বলছে, আইন আল আসাদ ঘাঁটির ২০টিরও বেশি স্পর্শকাতর স্থানে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে বেশ কিছু ড্রোন ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on: