টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার মধ্যে বিরাট কোহলির অবসান ভাঙার গুঞ্জন জোরালো হচ্ছিল। তবে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির পর নিজ মুখেই সব জল্পনা-কল্পনার ইতি টানলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ এখন একটাই, আর সেটি ওয়ানডে ফরম্যাট।
রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
কিন্তু ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে কোহলির ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। তার সাবলীল ব্যাটিং, ধারাবাহিক স্ট্রোকপ্লে এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা আবারও আলোচনায় তোলে, তাকে কি টেস্ট দলে ফিরতে বলা হবে? তবে কোহলি নিজেই শেষ করলেন সেই বিতর্ক।
ম্যাচশেষে টেস্টে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, এবং এটিই সবসময় থাকবে। আমি এখন শুধু একটি ফরম্যাটই খেলছি।’
৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান আরো বলেন, ‘৩০০-এর মতো আন্তর্জাতিক ম্যাচ খেললে আপনি বুঝতে পারবেন কখন আপনার রিফ্লেক্স কাজ করছে, শরীর সাড়া দিচ্ছে। যখন পর্যন্ত বল ভালোভাবে ব্যাটে লাগবে, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকব।’
ভারতের সাম্প্রতিক টেস্ট ধসের মধ্যে কোহলি- রোহিতকে ফেরানোর গুজব ছড়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০-২ হারের আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০–৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।
এর পরই শোনা যাচ্ছিল, বোর্ড নাকি দুই সিনিয়রকে ফিরতে বলেছে। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, বোর্ড কারো সঙ্গে এমন কোনো আলোচনা করেনি। রোহিত ও কোহলি দু’জনই ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।
২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এখনো ভারতীয় ওয়ানডে দলে রোহিত- কোহলিই প্রধান ভরসা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও তাদের অভিজ্ঞতা দলের জন্য অনন্য।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর কোহলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বাড়ছিল টেস্টে ফিরিয়ে আনার জল্পনা। কিন্তু রাঁচির সেঞ্চুরিতে এবং স্পষ্ট মন্তব্যে কোহলি জানিয়ে দিলেন, টেস্টে ফেরার প্রশ্নই নেই, সিদ্ধান্ত চূড়ান্ত।
টিজে/টিকে