অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এ ঘটনায় ১১টি ফেসবুকে পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে এ তথ্য জানান ডাকসুর ভিপি। এ সময় ডাকসুর অন্য নেতারা তার সঙ্গে ছিলেন।
অভিযোগে যে ১১টি ফেসবুকের পেজ ও আইডি দিয়েছে সেগুলো হচ্ছে- ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders ও ইয়ার্কি। এ ছাড়া রয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও।
অভিযোগ করার পর সাদিক কায়েম বলেন, ‘এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটি রাজনৈতিক দল সম্পৃক্ত। সেখানে একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড।
আমরা এই পেজের লিংকগুলো দিয়েছি ডিবিতে, এখানে যারা সাইবার এক্সপার্ট আছে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে।’
ইএ/এসএন