ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় মো. উজ্জ্বল হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীনের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মোটরসাইকেল যোগে গ্রাম থেকে ঝিনাইদহ শহরে ফিরছিলেন উজ্জ্বল। ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের গিলাবাড়িয়া কিংশুক ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
টাইমস/এইচইউ