বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বেগম খালেদা জিয়া শুধু দলের নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের অনুপ্রেরণা। দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন লড়াই করে গেছেন। গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। সব রাজনৈতিক দল-মত-নির্বিশেষে তিনি দেশের জন্য অনুপ্রেরণার উৎস।’
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তির উৎস। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান অনন্য।
এ ছাড়া বিএনপিকে সারা দেশে সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন, ‘দেশি-বিদেশি ষড়্যন্ত্রকারীরা একসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। তখন তাকে বলা হয়েছিল, দেশ চালাতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত বিদেশ থেকে আসবে। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমি আমার দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না।
এই কারণে নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়নি। এর পর থেকে ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগের দুর্বল শাসনের কারণে জনগণের কষ্ট দেখতে পাচ্ছি।’
গণসংযোগকালে গয়েশ্বর ভোট প্রক্রিয়া নিয়ে উদ্বেগও ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা ভোট দেব আনন্দে। কিন্তু নেত্রী না থাকলে সেই ভোট আনন্দহীন হয়ে যাবে।
ভোট হবে কি না তাতেও সংশয় দেখা দেবে। যদিও নেত্রী অসুস্থ থাকেন, তবু আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট। এবারের নির্বাচন শুধু সংসদ সদস্য নির্বাচনের মধ্য দিয়ে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্র কাঠামোতে মানুষের কাম্য পরিবর্তন আনবে।’
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বিএনপি সভাপতি এ্যাড. নিপুর রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মুয়াদ্দেদ আলী বাবু ও শুভাঢ্যা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
আইকে/এসএন