ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সোমবার দিবাগত রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পরক্ষণে পোস্টটি ভাইরাল হয়েছে।
পোস্টে ওসমান হাদি লেখেন, ঢাকা-৮ এ যদি এমন কোনো প্রার্থী থাকেন, যিনি সংসদে দাঁড়িয়ে ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আমার চেয়েও জোরালো ভূমিকা রাখতে পারবেন, ২৯৯ জনের বিপরীতে ক্রুদ্ধ কণ্ঠ হয়ে পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়ে থাকবেন জনতার কাতারে, তাহলে আমার ভোটটাও তাকেই দেওয়ার চিন্তা করবো।
তিনি আরও লেখেন, এছাড়া আমার প্রিয়তম পিতাও যদি ঢাকা-৮ এ নির্বাচন করেন, আমরা এখান থেকে এক সুতো সরবো না। আমরা নড়বো না। আমাদের লড়াই ভীষণ নিঃসঙ্গ। বড্ড বন্ধুর। তবু কঠিনেরে ভালোবাসিলাম।
'কণ্টক-মুকুট শোভা। দিয়াছো, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
হাসবিয়াল্লাহ....
পিএ/টিএ