হলিউডে প্রিয়াঙ্কাকে আনতে গিয়ে উপহাসের শিকার অঞ্জুলা

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে আন্তর্জাতিক বিনোদন জগতের একজন পরিচিত মুখ। কিন্তু হলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করার এই যাত্রা তার জন্য মোটেই সহজ ছিল না। এই যাত্রায় অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে।

সম্প্রতি অভিনেত্রীর ম্যানেজার অঞ্জুলা আচারিয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। প্রিয়াঙ্কাকে আমেরিকায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে তীব্র সমালোচনা ও উপহাসের মুখে পড়তে হয়েছিল বলেও দাবি করেন তিনি।

‘দ্য ওকে সুইটি শো’-তে কথা বলতে গিয়ে অঞ্জুলা জানান, ভারতে ইতোমধ্যে সুপারস্টার হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কাকে পশ্চিমা দুনিয়ায় নতুন করে নিজেকে পরিচয় করাতে দেখে ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। অঞ্জুলা বলেন, ‘মনে হচ্ছিল, ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি। এমন একজন শিল্পী, যিনি নিজের দেশে বিয়ন্সের মতো জনপ্রিয়, তাকে এমন জায়গায় নিজেকে পরিচয় দিতে হচ্ছে, যেখানে কেউ জানেই না তিনি কে।’



এছাড়া প্রিয়াঙ্কার নম্রতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল উল্লেখ করে অঞ্জুলা উল্লেখ করেন, ‘‘তার কোনো অহংকার ছিল না। অনেক সময় কোনো একটি কাজ নিয়ে আমি ভাবতাম, ‘আমরা এর ঊর্ধ্বে,’ কিন্তু সে বলত, ‘না, আমরা নই। আমাদের এটা করতে হবে।’ প্রিয়াঙ্কা আমাকে বাস্তবতা আর নম্রতা দুটোই শিখিয়েছে।’’

সাক্ষাৎকারে অভিনেত্রীর ম্যানেজার স্মরণ করে জানান, প্রিয়াঙ্কাকে আমেরিকায় আনার সিদ্ধান্তে অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিলেন। ‘লোকেরা আমাকে বলেছিল, আমি বোকা। তারা বলেছিল, ‘আমেরিকায় একজন বাদামী বলিউড তারকাকে কখনো প্রতিষ্ঠিত করা যাবে না,’ বলেন তিনি।

এই সন্দেহ ও অনিশ্চয়তার সময়ে অঞ্জুলা ইন্টারস্কোপ রেকর্ডসের সহ-প্রতিষ্ঠাতা জিমি আইওভিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তার ভাষায়, ‘আমি জিমিকে জানিয়েছিলাম, সবাই বলছে আমি ভুল করছি। তখন তিনি আমায় মনে করিয়ে দেন যে, তিনি এমিনেমের মতো একজন শ্বেতাঙ্গ র্যাপারকে লঞ্চ করতে গিয়ে একই ধরনের সংশয়ের মুখে পড়েছিল।’

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া ২০১৫ সালে এবিসি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে হলিউডে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘বেওয়াচ’-এ ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের সঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’, ‘সিটাডেল’, ‘লাভ অ্যাগেইন’ এবং ‘ইজন্ট ইট রোমান্টিক’র মতো আন্তর্জাতিক সব প্রকল্পে কাজ করেন।

সামনেও এই বৈশ্বিক তারকাকে একাধিক বড় প্রকল্পে দেখা যাবে। বর্তমানে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা, যেখানে তার চরিত্রের নাম মন্দাকিনী। এতে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

এছাড়া তিনি ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’-এ অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও রিচার্ড ম্যাডেনের বিপরীতে পূর্বের চরিত্রে ফিরবেন। 

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ Jan 19, 2026
img
'বোর্ড অব পিস'এ যোগ দেওয়ার জন্য শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানাল ট্রাম্প Jan 19, 2026
img
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি চেয়ে পাইনি: মোদি Jan 19, 2026
img
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ Jan 19, 2026
img
কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়লেও যোগাযোগে পিছিয়ে চট্টগ্রাম বন্দর Jan 18, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা দিল বিএনপি Jan 18, 2026
img
শ্যানেন ডোহার্টির মৃত্যুর পর ডিভোর্স চুক্তি নিয়ে আদালতে প্রাক্তন স্বামী Jan 18, 2026
img
তারেক রহমান কোনো দাড়িওয়ালা আলেমের চেয়ে কম নন: জমিয়ত নেতা কাসেমী Jan 18, 2026
img
আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৩ জন Jan 18, 2026
img
এ আর রহমানের মন্তব্যের জবাবে মুখ খুললেন শান Jan 18, 2026
img
কেন বলিউড ছেড়েছিলেন ইমরান খান? Jan 18, 2026
img
'কাজ পান না মুসলিমরা', এ আর রহমানের পাশে মেহবুবা মুফতি Jan 18, 2026
img
সৌদিতে দেখা যায়নি শাবান মাসের চাঁদ Jan 18, 2026
img
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল Jan 18, 2026
img
স্ত্রী রিধিমার জন্মদিনে আদুরে পোস্ট গৌরবের Jan 18, 2026
img
নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সে ট্রাম্পের বড় বিনিয়োগ Jan 18, 2026
img
নাহিদ ইসলামকে বিধি বহির্ভূতভাবে শোকজ করা হয়েছে : এনসিপি Jan 18, 2026
img
যারা জীবনেও ঢাকা আসেননি, তাদের কথা ফেসবুক পোস্টে জানতে চাইলেন ফারিণ Jan 18, 2026
img
তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর ভালোবাসার গল্প Jan 18, 2026
img
হলিউডে প্রিয়াঙ্কাকে আনতে গিয়ে উপহাসের শিকার অঞ্জুলা Jan 18, 2026