চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। এই দেশেই আমার একমাত্র ঠিকানা। খালেদা জিয়া দেশ ছেড়ে বিদেশে যাননি, অথচ একসময় তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির সুন্দরপুরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে তার কোন প্রভু নেই, এ দেশের মাটি ও মানুষ তার আপনজন। সামান্য সমঝোতা করলে আরাম-আয়েশে থাকতে পারতেন, কারাবরণ করতে হত না।’
ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও আতিক চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী ও নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুলসহ প্রমুখ।
এমআর