বলিউডের কিংবদন্তি গায়ক কুমার সানু সম্প্রতি অতীতের স্মৃতিমুখর সময়ে ফিরে গেছেন এবং সেই সময়ে বলিউডকে মাতানো সলমন খান ও ঐশ্বর্য রাই জুটিকে তাদের যুগের সবচেয়ে সুন্দর জুটি হিসেবে স্মরণ করেছেন। তিনি খোলাখুলি বললেন, “সলমন ও ঐশ্বর্য সেই সময়ের সবচেয়ে সুন্দর জুটি ছিল। সলমন শুধু সুন্দরই ছিলেন না, উনাকে দেখলে সৌন্দর্য আর আকর্ষণের শীর্ষ বোধ হতো।”
দর্শকরা এতে একমত হতে বাধ্য হয়েছেন। “হাম দিল দে চুকে সানাম” সিনেমায় তাদের চমকপ্রদ অন-স্ক্রিন কেমিস্ট্রি থেকে শুরু করে সেই যুগের আবহ, সবকিছুই আজও বলিউড ইতিহাসে অমর হয়ে আছে। কুমার সানুর মন্তব্য মনে করিয়ে দিচ্ছে এক সময়ের কথা, যখন রোমান্স, অভিজাততা এবং তারকা শক্তিই পর্দাকে মসৃণ ও আকর্ষণীয় করে তুলত।
সলমন-ঐশ্বর্য যুগের সিনেমাগুলো আজও দর্শকের মনে সেই স্বর্ণযুগের ছাপ রেখেছে। তাদের রোমান্স কেবল চলচ্চিত্র নয়, পুরো এক সময়কে সংজ্ঞায়িত করেছিল, যেখানে ভালোবাসা, সৌন্দর্য ও নায়ক-নায়িকার অনবদ্য উপস্থিতি একসাথে মিলিত হতো।
টিজে/টিএ