সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় ওমরাহ পালনকারীর ভিড় হঠাৎ বেড়ে যাওয়ায় হোটেলের ভাড়া বেড়ে গেছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে কেন্দ্রীয় এলাকায় হোটেলের ভাড়া বেড়েছে প্রায় ৪০ শতাংশ। উপসাগরীয় দেশগুলোতে ডিসেম্বরের ছুটি ও অগ্রিম বুকিং বাড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় হোটেল ব্যবসায়ীরা জানান, কাতার, বাহরাইন ও আরব আমিরাতে জাতীয় দিবস এবং ডিসেম্বরের মাঝামাঝিতে স্কুল ছুটি শুরু হওয়ায় এসব দেশের বিপুলসংখ্যক মানুষ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসছেন। এতে হোটেলের চাহিদা কয়েক গুণ বাড়ায় একাধিক হোটেল ভাড়া বাড়িয়ে দিয়েছে।
হোটেল মালিকদের বরাত দিয়ে জানা গেছে, হারামাইন শরিফাইনের কেন্দ্রীয় এলাকায় ভাড়া বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত। কেন্দ্রীয় এলাকার বাইরের হোটেলগুলোর ভাড়াও বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। ডিসেম্বরের প্রথম সপ্তাহের ছুটির সময়সূচি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দুই নগরীর কেন্দ্রীয় এলাকার প্রায় সব হোটেলই শতভাগ বুক হয়ে যায়।
মক্কা-মদিনায় অবস্থানরত একাধিক বাংলাদেশি হজ এজেন্সির মালিক জানান, হঠাত্ ভাড়া বৃদ্ধি ও রুমসংকটের কারণে তাঁরা বিড়ম্বনায় পড়েছেন। তাঁরা অভিযোগ করেছেন, অনেক হোটেল পূর্বনির্ধারিত বুকিং বাতিল করে অতিরিক্ত টাকা দাবি করছে। মদিনার মারকাজিয়া এলাকায় আগে ৩০০ রিয়ালে বুকড রুমের জন্য এখন ৬০০ রিয়াল দাবি করা হচ্ছে।
এমআর/টিকে