বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা টাউন হল ফুটবল মাঠে এই দোয়ার আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলাবাসীর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নিতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।
এমকে/এসএন