বিদেশি কম্পানির কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে ও বন্দর রক্ষার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।
অন্যদিকে একই দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদসহ (স্কপ) আন্দোলনরত সংগঠনগুলো।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বন্দর ব্যবস্থাপনায় অনিয়ম ও ধীরগতির অভিযোগ তুলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বন্দরে বিদেশি কনসালট্যান্ট প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
২০২৩ সালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে সরকার। ওই সময়েই নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনার দায়িত্ব দুবাইভিত্তিক একটি বিদেশি কম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন গতি পায়। যার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি বামপন্থী রাজনৈতিক দলগুলো। তারই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং সমাবেশ শেষে ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বন্দরসহ জাতীয় সম্পদ রক্ষা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনরত বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ।
তিনি বলেন, লালদিয়ায় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের কম্পানি এপিএম টার্মিনালের সাথে ৩০ বছরের জন্য সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি এবং পানগাঁওয়ে নিজস্ব অর্থায়নে তৈরি চট্টগ্রাম বন্দরের নৌ টার্মিনাল পরিচালনা করার জন্য সুইজারল্যান্ডের কম্পানির সাথে সম্পাদিত ২২ বছর মেয়াদি চুক্তি বাতিল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল, পতেঙ্গা বে-১ ও বে-২ টার্মিনাল এবং মোংলা বন্দর বিদেশি সাম্রাজ্যবাদী কম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ করার দাবিতে এবং মার্কিন-ভারতসহ সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির সাথে সম্পাদিত সব চুক্তি প্রকাশ ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তিসমূহ বাতিলের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করতে আন্দোলনরত জোট ও দলের নেতা-কর্মী ও সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে একই দাবিতে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে অবরোধ কর্মসূচি পালনকালে আগামী ৫ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটির নেতা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র নেতা তপন দত্ত বলেন, স্কপের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। সে অনুসারে কর্মসূচি সফল করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই দিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও চট্টগ্রাম মহানগরীর পুরনো রেলস্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল বের করা হবে।
ইউটি/এসএন