গাইবান্ধায় খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংস্কার, সার সার্টিফিকেট প্রক্রিয়া সহজীকরণ, খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি ও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা। মানববন্ধনে খুচরা সার বিক্রেতাদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দীপক কুমার পাল, শাহিনুর ইসলাম, আব্দুর রাজ্জাক মন্ডল দুলার রায়সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নতুন সার নীতিমালা, প্রশাসনিক জটিলতা এবং বাধ্যতামূলক সার সার্টিফিকেটের কারণে খুচরা বিক্রেতারা মারাত্মক সংকটে পড়েছেন। এতে ব্যবসায়ীদের পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।
আরপি/এসএন