পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরকে উগ্র ইসলামিস্ট বলে অভিহিত করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-পাকিস্তানের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলেমা খান।
বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেনাপ্রধান আসিম মুনিরকে এ কথা বলেন।
স্কাই নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমরান খানের বোন আলেমা খান বলেন, ‘আসিম মুনির একজন উগ্রপন্থী ইসলামিস্ট, একজন ইসলামিক রক্ষণশীল। এই কারণেই তিনি ভারতের সাথে যুদ্ধের জন্য আকুল। তার ইসলামিক উগ্রপন্থা এবং রক্ষণশীলতা তাকে ইসলামে বিশ্বাস না করে এমন লোকদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করছে।’
নিজের ভাই ইমরান খানকে খাঁটি উদারপন্থী উল্লেখ করে তিনি বলেন, ‘ইমরান যখন ক্ষমতায় আসবে, দেখবেন তিনি ভারতের সাথে এমনকি বিজেপির সাথেও বন্ধুত্ব করার চেষ্টা করবে। কিন্তু যখন এই উগ্র ইসলামিস্ট, আসিম মুনিরকে দেখবেন, তখন ভারত এবং তার মিত্রদের সাথে যুদ্ধ হবে। ইমরান একজন সম্পদ, এবং পশ্চিমাদের তাকে মুক্ত করার জন্য তাদের চেষ্টা বৃদ্ধি করা উচিত।’
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খানের সঙ্গে দেখা করেন তার আরেক বোন উজমা খান। তখন ইমরান খান সেনাপ্রধান আসিম মুনিরকে মানসিক বিকারগ্রস্থ ও ইতিহাসের সেরা স্বৈরশাসক বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, আসিফ মুনির তাকে মেরে ফেলতে চান।
ইমরান খান আরও বলেন, ‘আসিম মুনির তার ব্যক্তিগত স্বার্থের জন্য পাকিস্তানকে সন্ত্রাসবাদের হাতে তুলে দিচ্ছেন।’
আসিম মুনিরকে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে ধরা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে সকল আইনের ঊর্ধ্বে চলে গেছেন।
এমআর