রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৫৯ রান তুলেও হেরে গেছে ভারত। ম্যাচ শেষে অধিনায়ক কেএল রাহুল দোষ দিলেন টস হার ও রাতের ভারি শিশিরকে। তবে ব্যাটিংয়ের শেষ ১০ ওভারের ব্যর্থতার কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
বুধবার শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা।
৩৬২ রানের রেকর্ড রান-তাড়া করে ম্যাচ জেতায় প্রোটিয়াদের পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিতে পারেনি ভারতের বোলাররা।
টানা ২০তম টস হার ভারতের জন্য বুমেরাং হয়ে আসে। শিশিরে বল ভিজে যাওয়ায় ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণ হারাতে দেখা যায় শুরু থেকেই। নতুন নিয়ম অনুযায়ী ৩৪ ওভারের পর কেবল দুটি বলের একটি পরিবর্তন করা যায়, এ কারণে কুলদীপ-প্রসিদ্ধদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে।
ম্যাচ শেষে রাহুল বলেন, ‘এটা খুব হতাশার নয়, কারণ শিশিরে দ্বিতীয় ইনিংসে বল করা অসম্ভব হয়ে পড়ে। টস বিশাল ভূমিকা রাখে, তাই নিজেকেই দোষ দিচ্ছি।’
বিরাট কোহলি (১০৮) ও রুতুরাজ গায়কোয়াড় (১০৫)-এর ১৯৫ রানের জুটিতে ভারত একসময় ছিল ৩ উইকেটে ২৮৪ রান, সেখান থেকে মনে হচ্ছিল স্কোর ৩৮০–৪০০ হবে। কিন্তু শেষ ১১ ওভারে ভারত তোলে মাত্র ৭৪ রান।
হার্দিক পাণ্ডিয়া নেই, অক্ষর বিশ্রামে, ফলে ফিনিশারের ভূমিকা নিতে হয় রাহুল, জাদেজা ও ওয়াশিংটনকে। ওয়াশিংটন করেন ৮ বলে ১ রান, জাদেজা করেন ২৭ বলে ২৪ রান। যা ভারতের রানের গতিকে একেবারে আটকে দেয়। শেষ পাঁচ ওভারে আসে মাত্র ৪১ রান।
রাহুল বলেন, ‘৩৫৯ ভালো স্কোর মনে হলেও আমরা ড্রেসিংরুমে কথা বলেছি, অতিরিক্ত আরো ২০–২৫ রান প্রয়োজন ছিল যাতে ভেজা বল নিয়ে বোলারদের কিছুটা সুযোগ থাকে।’
দক্ষিণ আফ্রিকা রান–তাড়া শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। এইডেন মারক্রাম খেলেন ১১০ রানের ইনিংস। ম্যাথিউ ব্রিটজকে করেন ৬৮, এবং ডিওয়াল্ড ব্রেভিস যোগ করেন ৫৪। শেষ পর্যন্ত ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে ৩৬২ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। এটি ছিল ভারতের মাটিতে তাদের সর্বোচ্চ সফল রান তাড়া।
ইএ/এসএন