এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আরও একবার ইতিহাস গড়লেন। প্রথমবারের মতো কোনো অ্যাশেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি—যা বাংলাদেশি হিসেবে একেবারেই প্রথম অর্জন।
আজ ব্রিসবেনে শুরু হওয়া দিবারাত্রির পিঙ্ক বল টেস্টে মাঠে দাঁড়িয়েছেন সৈকত। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নিতিন মেনন।
এর আগে এবারের অ্যাশেজের পার্থ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন সৈকত। ওই ম্যাচেই জেমি স্মিথকে কেন্দ্র করে এক বিতর্ক সৃষ্টি হয়েছিল। ব্রেন্ডন ডগেটের বলে স্মিথকে আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার সৈকত—যা মাঠের আম্পায়ার নিতিন মেননের ‘নট আউট’ সিদ্ধান্তকে পাল্টে দেয়। ডিআরএসে বল ব্যাট ছাড়িয়ে যাওয়ার পর স্নিকোমিটারে স্পাইক দেখা যাওয়ায় তিনি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত বদল করেন। তবে ওই সিদ্ধান্তে গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকদের তীব্র প্রতিবাদ দেখা যায়।
সব বিতর্ককে পেছনে ফেলে এবার ব্রিসবেনে আরও বড় দায়িত্ব পালন করছেন সৈকত। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার জন্য আরেকটি মাইলফলক।
২০২৪ সালে তিনি বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।
ইএ/এসএন