সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ৩৬টি আসনে মনোনয়ন ঘোষণা করেন। যার মধ্যে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড একাউন্ট থেকে পোস্ট দেন জামায়াত মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
ফেসবুকে লেখেন 'অভিনন্দন জনাব নাছির উদ্দিন চৌধুরী। সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি। সুনামগঞ্জ-০২ [দিরাই-শাল্লা]।'
প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানানোর এমন পোস্টে অনেকেই মন্তব্য করছেন এমন রাজনীতির সম্প্রীতি বাংলাদেশে সবাই দেখতে চায়।
কেএন/টিকে