আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসেই দল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। মূলত প্রথম দুই ম্যাচে শামীম পাটোয়ারি বাদ পড়ায় এমন প্রতিক্রিয়া ছিল লিটনের।
সাধারণত দল নির্বাচনের আগে অধিনায়ক ও প্রধান কোচের সঙ্গে কথা বলে থাকেন নির্বাচকরা। সেই সময় অধিনায়ক ও কোচ নিজেদের মতামত দিয়ে থাকেন। পরে নির্বাচকরাও সেই আলোকে নিজেদের দল নির্বাচন করেন। তবে লিটনের দাবি এমনটা হয়নি।
যদিও পরে লিটনের মন্তব্য নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে পারফরম্যান্স বিবেচনায় শামীমকে দলে নেয়া হয়নি বলে দাবি করেছিলেন লিপু।
এরপর আজ বৃৃহস্পতিবার এক অনুষ্ঠানে গণমাধ্যমকে লিটন বলেন, 'এরকম কোনো কিছু না। দেখেন একটা পরিবারে দুই একটা কথাবার্তা এমন হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালোভাবে এই জিনিসটা ওভারকাম করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই।'
কেএন/টিকে