দেশের বন্দর বিদেশি কম্পানিগুলোর কাছে ইজার দেওয়ার বিরুদ্ধে বামপন্থীদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশি হামলা- আক্রমণ ও নেতা কর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেছেন, হামলা করে ও নিপীড়ন-নির্যাতন চালিয়ে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।
বিবৃতিতে তিনি বলেন, পুলিশি আক্রমণে নারীরাও রেহাই পায়নি। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশি সন্ত্রাস ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের কথাই মনে করিয়ে দেয়।
তিনি বলেন, রাজনৈতিক দল বা নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিলে হামলা আক্রমণকে অপরাধ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। হামলা ও আক্রমণ করে নেতা কর্মীদের আহত করার ঘটনার সাথে যুক্তদের আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানান তিনি।
টিজে/টিকে