নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গড়াডোবা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন ভূঞা দুলালসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ ছাড়া কেন্দুয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুখ, কেন্দুয়া পৌর বিএনপি আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা বিএনপি ও গড়াডোবা ইউনিয়ন বিএনপিসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।