অনেকটা আচমকা বিপিএলে আর্বিভাব অ্যাডাম রসিংটনের। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল মাতিয়ে এরই মধ্যে চলেও গিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। আঙুলের চোটের কারণে ঢাকা পর্বের আগেই বাংলাদেশ ছাড়েন তিনি। তবে যাওয়ার আগে রসিংটনের বার্তা ছিল, ভবিষ্যতেও বিপিএল খেলতে আসবেন তিনি।
চলমান বিপিএলে সবমিলিয়ে চট্টগ্রাম রয়্যালসের হয়ে ৬ ম্যাচ খেলে করেছেন ২৫৮ রান। রসিংটন বড় কোনো নাম নয়। সবশেষে নেপাল প্রিমিয়ার লিগে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়। যে কারণে আলাদা করে নজর কাড়েন চট্টগ্রামের পারফরম্যান্স অ্যানালিস্ট অনীক নিয়োগীর।
চলমান বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। যেখানে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে জয়ে বড় অবদান ছিল রসিংটনের।
অনীকের কাছে জানতে চাওয়া হয় রসিংটনকে উড়িয়ে আনার ব্যাপারে। আজ বুধবার দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, 'রসিংটনের যে ব্যাপার, টিম ম্যানেজমেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাভেইলেবল ভালো বিদেশি উইকেটকিপার ব্যাটার কে আছে? আমি তখন রসিংটনের নাম সাজেস্ট করেছিলাম, কারণ ওর রিসেন্ট ফর্ম খুব দারুণ ছিল নেপাল প্রিমিয়ার লিগে। ম্যানেজমেন্ট এর ক্রেডিট যে, ওকে এত দ্রুত উড়িয়ে আনতে পেরেছিল।'
যদিও চট্টগ্রাম দলের শুরুটা ছিল অনিশ্চয়তার। ম্যাচ শুরুর একদিন আগেই দায়িত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। এ নিয়ে সবার মধ্যে ছিল হতাশা, সে সময়ের পরিস্থিতি নিয়ে অনীক বলেন, 'একদম শুরুতে, আগের মালিকানায় কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। তারপর যখন বিসিবি দলের দায়িত্ব নিলো তখন মনে হয়েছে ভালো কিছুই হবে, সেটাই হয়েছে।'
নিজের কাজ করার অবাধ স্বাধীনতা নিয়ে অনীক ধন্যবাদ দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে, 'অ্যানালিস্ট হিসেবে আমি আমাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছি এবং সেটার ক্রেডিট অবশ্যই সুমন ভাই, বাবুল স্যার, এবং নাফিস ভাইয়ের। উনারা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং আমি চেষ্টা করেছি আমার বেস্ট ইনপুট দেওয়ার। সবচেয়ে বড় ব্যাপার, প্লেয়াররা আমাদের গেম প্ল্যানগুলো মাঠে ভালোভাবে কাজে লাগাতে পারছে।'
আরআই/টিএ