বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবল। সেই ফুটবল খেলার চালিকাশক্তিতে থাকেন কোচ। তার কৌশল, পরিকল্পনার উপরই খেলার অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক সময় আর্থিক কারণে উন্নত মানের কোচ নিতে পারে না। ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে এতে সহায়তা করার পরিকল্পনা করছে।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপজেলা স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, 'উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা বাধা হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেয়ার চেষ্টা করছি।'
ফুটবলে উন্নত বিশ্বে একজন কোচের বেতন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরো বছরের বাজেটের চেয়েও বেশি। তাই বাস্তবতার সাথেই চলার চেষ্টা উপদেষ্টার, 'ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যেই টাকা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না। তবে উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেয়ার চেষ্টা করছি।'
ক্রীড়া মন্ত্রণালয়েরও বাজেট সীমিত। তাই বাফুফের কোচের আর্থিক সংস্থান সম্পর্কে উপদেষ্টা বলেন, 'হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নিব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আমরা ফেডারেশনকে ১০ কোটি টাকা দিয়েছি।'
জাতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান কোচ স্পেনিশ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি আগামী বছর মার্চ পর্যন্ত। এশিয়া কাপে বাংলাদেশের খেলার কোনো সম্ভাবনা নেই। এখনই আলোচনা উঠেছে ক্যাবরেরার বিদায়ের। উপদেষ্টার মুখে উন্নত মানের কোচের বিষয় তাই সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল ক্যাবরেরার কি আসলেই বিদায় ঘটছে? এতে আসিফ বলেন, 'সেটা বাফুফের সিদ্ধান্ত, তবে যেহেতু ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক সংশ্লেষের ব্যাপার আছে, তাই আমরা সেখানে সহায়তার চেষ্টা করছি কোচ ও নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি- এই দুইটা খাতের জন্য।'
দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন হয়েও বাফুফের আর্থিক সংকট রয়েছে আবার ছিল আর্থিক অস্বচ্ছতার অভিযোগও। গত এক বছরে এই দুটো কেটেছে বলে মনে করছেন উপদেষ্টা, 'বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল। এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসেছে। এবং গতকালকে আমি দেখলাম যে এই খেলাগুলো হচ্ছে সেখানে দর্শকদের উপস্থিতি এবং খেলাগুলো থেকেও বাফুফের আয় হচ্ছে প্রায় ৪ কোটি প্লাস আয় হয়েছে লাস্ট তিনটা খেলায়।'
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন জাতীয় পর্যায়ে। এই স্বল্প সময়ের মধ্যে বাফুফেকে কোচ কিংবা নারী ফুটবলারদের জন্য আর্থিক সুবিধা দিয়ে যেতে পারেন কি না আসিফ সেটাই দেখার বিষয়।
টিজে/টিকে