দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য স্বস্তির খবর দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করেও দেশটিতে প্রবেশ করতে পারেননি এমন ৭ হাজার ৮৭৩ জন কর্মীর মধ্যে এখন পর্যন্ত মোট ১৭৯ জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ গত ৩ ডিসেম্বর তৃতীয় ধাপে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় এসেছেন। এই আগমনের মধ্য দিয়ে এখন পর্যন্ত দেশটিতে তিন ধাপে মোট ১৭৯ জন বাংলাদেশি কর্মীর প্রবেশ সম্পন্ন হলো। এর ফলে মালয়েশিয়ায় কর্মী প্রবেশ প্রক্রিয়া ধীরে ধীরে গতি পাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
মালয়েশিয়ায় সদ্য আগমন করা এই ৬০ জন কর্মীকে প্রাথমিকভাবে থাকার জন্য দেশটির সেলাঙ্গর রাজ্যের পেতালিং জয়ার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ (সিএলএবি)-এর নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়েরও আয়োজন করা হয়।
এই ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশন এবং সিএলএবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন আগত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার শ্রম আইন, নিয়ম-কানুন এবং অন্যান্য বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। কর্মজীবনের শুরুতে তাদের বিভিন্ন বিষয়ে জানানো করা হয়েছে।
বাংলাদেশে আটকেপড়া অবশিষ্ট কর্মীদের দ্রুত ও সুষ্ঠুভাবে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন।
এসএস/টিএ