ইউরেনিয়াম সমৃদ্ধি আগের চেয়ে বেড়েছে: হাসান রুহানি

আগের চেয়ে বর্তমানে ইরান অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ২০১৫ সালে বিশ্বের ৬ পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তির আগে ইরান যতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করতো, এখন তার কয়েকগুন বেড়েছে বলে দাবি করেছেন তিনি। খবর এএফপি ও রয়টার্সের।

টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে রুহানি বলেন, পরমাণু চুক্তিতে পৌঁছানোর আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতাম, বর্তমানে তার চেয়েও বেশি করা হচ্ছে। তারপরও বিশ্বের সঙ্গে এ বিষয়ে এখনো আলোচনা সম্ভব।

রয়টার্স জানায়, ২০১৫ সালের পরমাণু চুক্তির প্রতিশ্রুতি থেকে ইরান আস্তে আস্তে সরে যেতে চাচ্ছে। কারণ ২০১৯ সালে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে যায় যুক্তরাষ্ট্র।

এছাড়া গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। ওই ঘটনার পরেই ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেয় ইরান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ