লিবিয়া থেকে দেশে প্রত্যাবাসন করা হচ্ছে আরও ৩১০ বাংলাদেশিকে

চলতি বছরের অক্টোবরে তিন দফায় লিবিয়া থেকে দেশে এসেছেন ৯২৮ বাংলাদেশি নাগরিক। এ ছাড়া, লিবিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটি থেকে আরও ৩১০ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হবে।

লিবিয়া থেকে অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনের জাতীয় কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে গত মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের সভায় এ তথ্য জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, সভায় সভাপতিত্ব করেন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল এমাদ মোস্তফা আল-তরাবলুসি। এতে লিবিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধান উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে মিশর, নাইজার, নাইজেরিয়া এবং বাংলাদেশের হাজারো অভিবাসীকে নিরাপদে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এই প্রত্যাবাসন প্রক্রিয়া মানবিক নীতি, নিরাপদ পরিবহন, যথাযথ খাদ্য ও আবাসন নিশ্চিত এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া, অভিবাসীদের জরিমানা মওকুফ করে বহির্গমন ভিসা ইস্যু করা হয়েছে। 

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দূতাবাস নিবন্ধিত অভিবাসীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। লিবিয়া সরকারের সহযোগিতায় অক্টোবর মাসে তিনটি ফ্লাইটের মাধ্যমে ৯২৮ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ ছাড়া, ৪ ডিসেম্বর আরও ৩১০ জনকে লিবিয়া সরকারের সহযোগিতায় দেশে প্রত্যাবাসন করা হবে।

তিনি বাংলাদেশের নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে লিবিয়া সরকারের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ সরকার সবসময় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনিয়মিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত আড়াই বছরে দূতাবাসের সহায়তায় লিবিয়া থেকে সাড়ে সাত হাজারেরও অধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। 

তিনি জানান, বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। একইসঙ্গে মানব পাচার প্রতিরোধে লিবিয়ায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে দূতাবাসের কার্যকর ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার শিক্ষার্থী Jan 19, 2026
img
দ্বৈত নাগরিকত্ব জটিলতার পরও বৈধ ২০ প্রার্থী Jan 19, 2026
img
মাত্র ৩০ মিনিটে শেয়ারবাজারে লেনদেন ৮৬ কোটি ১৭ লাখ টাকা Jan 19, 2026
যেকারণে আপনার রোজা রেখেও লাভ নেই | ইসলামিক জ্ঞান Jan 19, 2026
তারেক রহমানের সমান নিরাপত্তা চায় জামায়াত Jan 19, 2026
img
রাবাতের বিশৃঙ্খল পরিস্থিতিকে কীভাবে দেখছেন মরক্কো কোচ? Jan 19, 2026
img
পাকিস্তান সফরে থাকছেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের পাঁচ তারকা Jan 19, 2026
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস Jan 19, 2026
img
মানবতাবিরোধী অপরাধে ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ জমা Jan 19, 2026
img
জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা Jan 19, 2026
img
মিরপুর উইকেটের সমালোচনা করলেন আমের জামাল Jan 19, 2026
img
আমিরের প্রযোজনায় ফের বীর দাস ও ইমরান খান! Jan 19, 2026
img
নির্বাচনকালীন ২৩ দিন সব পরীক্ষা স্থগিতের দাবি Jan 19, 2026
কিংবদন্তিদের সংস্পর্শে কাজ করে অনুপ্রাণিত মারিয়া Jan 19, 2026
img
অনেকেই বলে আমি কোটিপতি, অথচ অভ্যুত্থানের পর আমার আর্থিক অবস্থা বেশি খারাপ : মীর স্নিগ্ধ Jan 19, 2026
img
ভালো করতে না পেরে সাইফের দুঃখ প্রকাশ Jan 19, 2026
img
সারেন্ডার করেছি, হাইকোর্টে ফয়সালা হবে: গফুর ভূইয়া Jan 19, 2026
img
কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২৭ Jan 19, 2026
img
পি‌রোজপু‌রে যুবলীগ নেতা শিশির গ্রেপ্তার Jan 19, 2026
img
বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বিসিবি Jan 19, 2026