গতকাল বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়িয়েছে। রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে ৪২ রানে হেরে লিগ পর্বের খেলা শেষ করেছে চট্টগ্রাম রয়্যালস। হারলেও কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। ম্যাচ শেষে দলটির প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন আমের জামাল। এসে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আগের ম্যাচের পিচের সমালোচনা করেছেন তিনি। যেখানে লো স্কোরিং থ্রিলারে ৩ উইকেটে হেরেছিল চট্টগ্রাম।
সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘উইকেট আগের ম্যাচেও অনেক বড় ভূমিকা রেখেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিনোদনই মুখ্য ব্যাপার। গতকালের পিচ আসলে টি-টোয়েন্টি ক্রিকেটের পিচ ছিল না। আমি সাদা বলে কখনো কোথাও এমন পিচ দেখিনি। ওটা টেস্ট ক্রিকেটের পিচ ছিল। আমি আশা করি তারা টেস্ট ক্রিকেটেও এমন পিচ বানাবে। ১৯তম ওভারে গিয়ে বল সিম এবং সুইং করছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা কখনও ঘটেনি। আজকের পিচ ভালো ছিল। বোলার-ব্যাটারদের জন্য পরীক্ষা ছিল। আমাদের একসাথে বসে আলাপ করে নিজেদের ভুলগুলো খুঁজে বের করতে হবে।’
ঢাকা ম্যাচের উইকেট নিয়ে জামাল জানান, ‘আমার মনে হয় উইকেটের আচরণ দ্বিতীয় ইনিংসে কিছুটা বদলে গেছে। শুরুতে ভালোই মনে হচ্ছিল। প্রথমে কোনো বলই কাজ করছিল না। বল ব্যাটে আসছিল। দ্বিতীয় ইনিংসে বেশি সুইং হচ্ছিল। আমি যখন ব্যাট করতে এলাম, আসিফ আলীর সাথে কথা বললাম যে, অন্তত কোয়ালিফায়ারে যাওয়ার রানটা যেন করতে পারি। এরপর সব বলেই হিট করতে চেয়েছি। এভাবেই এগিয়েছি।’
ম্যাচের সর্বোচ্চ ৪২ রান করার পাশাপাশি দুই উইকেট নিয়েছেন জামাল, নিজের দল নিয়ে তার কথা, ‘আসলে কে আগে দলের মালিক ছিল, কে চলে গেছে, এগুলো আমার চিন্তা করার ব্যাপার নয়। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। এখানে আমাদের বেশ ভালো দল রয়েছে। অনেককেই আমি বেশ ভালোভাবে চিনি। ৪ বছর ধরে বাংলাদেশে আসছি আমি। ৪-৫ জনকে আগে থেকেই চিনি। কিছু নতুন প্লেয়ারও আছে, বাংলাদেশি প্লেয়াররা সবসময় দারুণ।’
আরআই/টিকে