রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি দোনবাস অঞ্চল থেকে সেনা না সরায়, তাহলে রাশিয়া জোর করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবে। বর্তমানে অঞ্চলটির প্রায় ৮৫% রাশিয়ার দখলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, কোনোভাবেই তারা ভূখণ্ড ছাড়বেন না।
এই মন্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্র নতুন একটি শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাম্পের দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শিগগিরই তিনি ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তবে বৈঠকের পর রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এখনও কোনো সমঝোতা হয়নি।
প্রথম খসড়া শান্তি পরিকল্পনায় দোনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশগুলো পুতিনের হাতে চলে যেতে পারে—এমন প্রস্তাব ছিল। পরে পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে রাশিয়াকে দেখানো হয়, কিন্তু পুতিন বলেছেন, তিনি নতুন সংস্করণটি আগে দেখেননি, তাই বৈঠকে বিস্তারিত আলোচনা করতে হয়েছে। কিছু প্রস্তাবে রাশিয়ার আপত্তিও আছে।
এদিকে ইউক্রেন বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনায় সময় নিচ্ছে, যাতে আরও এলাকা দখল করা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, পুতিন বিশ্বের সময় নষ্ট করছেন।
ইউরোপের নেতারাও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
হোয়াইট হাউস বলছে, তারা দুপক্ষের মতামত নিয়ে এমন একটি শান্তিচুক্তি তৈরি করতে চাইছে, যা স্থায়ী ও বাস্তবসম্মত হবে।
এদিকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর ধীরগতির অগ্রগতি এখনও চলছে, যদিও লড়াই অত্যন্ত তীব্র।
পিএ/এসএন