ইংল্যান্ডের জন্য হতাশার একটা দিন গেল। প্রথম ইনিংসে তারা ৩৩৪ রান করেছিল। কিন্তু দিন শেষে তাদের বিপক্ষে ৪৪ রানের লিড নিলো অস্ট্রেলিয়া। অথচ ক্যাচ মিস না করলে দিন শেষে পরিস্থিতি ভিন্ন হতো। ক্যাচের পর ক্যাচ মিসে গ্যাবায় দিবারাত্রির টেস্টে দ্বিতীয় দিন শেষে অজিরা এগিয়ে থাকল। গোলাপি বলের টেস্টে একদিনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা।
আগের দিনের স্কোরের সঙ্গে এদিন মাত্র ৯ রান যোগ করতে পেরেছে ইংল্যান্ড। ২০৬ বলে ১৫ চার ও ১ ছয়ে ১৩৮ রানে অপরাজিত ছিলেন জো রুট। ২৬৪ রানে ৯ উইকেট হারানোর পর জোফরা আর্চারের (৩৮) সঙ্গে ৭০ রানের জুটি গড়েন তিনি।
মিচেল স্টার্ক এই ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নেন।
জবাব দিতে নেমে ৭৭ রানে ওপেনিং জুটি ভাঙে। নবম ওভারে জীবন পেয়ে হেড ৩৩ রান করে থামেন। জেক ওয়েদারাল্ড তারপর মার্নাস লাবুশেনকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন। ৭৮ বলে ১২ চার ও ১ ছয়ে ৭২ রান করেন তিনি। লাঞ্চের আগে আরেকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া।
লাবুশেন ৬৫ রান করে বিদায় নেন। স্টিভ স্মিথের সঙ্গে তার জুটি ছিল ৫০ রানের।
ক্যামেরন গ্রিন ও স্মিথের জুটিতে অস্ট্রেলিয়া শক্ত ভিত গড়ে। ৯৫ রান তোলেন তারা চতুর্থ উইকেট জুটিতে। গ্রিন পাঁচ রানের আক্ষেপে পোড়েন।
৪৫ রান করেন তিনি। বেন ডাকেটের হাত ফসকে অ্যালেক্স ক্যারি জীবন পেলে দুই বলে দুটি উইকেট নেওয়া হয়নি ব্রাইডন কার্সের। তবে এক বল পর স্মিথও ফিরে যান একই ওভারে। অধিনায়কের ব্যাট থেকে আসে ৬১ রান।
এরপর ইংল্যান্ড আরও তিনবার ক্যাচ ফেললে অস্ট্রেলিয়া শক্ত অবস্থান নেয়। জশ ইংলিসকে ডাকেট, মাইকেল নেসারকে কার্স ও ক্যারিকে রুট জীবন দেন। ইংলিস (২৩) অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। ক্যারি ও নেসার ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।
৪৬ রানে ক্যারি ও নেসার ১৫ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৮ রান করেছে, যা দিবারাত্রির টেস্টে একদিনে কোনো দলের সর্বোচ্চ। তাছাড়া দুই দলের ইনিংস মিলিয়ে আজ হয়েছে ৩৮৭ রান, যা আরেকটি রেকর্ড।
এমআর/টিকে