বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শ্রমিকরা এলাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বাজার, ঘাট, গুদাম, নির্মাণস্থল, কৃষিপণ্য পরিবহন—সবখানে তাদের ঘাম ঝরে। কিন্তু তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান ও মর্যাদা থেকে বঞ্চিত। কাজ আছে তো আয় আছে—এমন অনিশ্চয়তার মধ্যে তাদের সংসার চলে।
দিনের শেষে ঘরে ফিরে তারা কোনো সামাজিক নিরাপত্তা, কোনো শ্রম–সুরক্ষা, কোনো রাষ্ট্রীয় সুবিধা পান না। এই অবহেলা বদলানো জরুরি।’ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, ‘হালুয়াঘাটের সাধারণ ব্যবসায়ীরা প্রতিদিন অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন। বাজারের অবকাঠামো দুর্বল, নিকাশি ব্যবস্থা ভঙ্গুর, নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল, ট্রাফিক সমস্যা ভয়াবহ—এসব সমস্যা সমাধান ছাড়া ব্যবসা সহজে এগোতে পারে না। এই বাজার শুধু কেনাবেচার স্থান নয়—এখানে হাজারো মানুষের জীবিকা, দিনের আয়–রোজগার ও পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করা একটা জরুরি কাজ।’
তিনি আরো বলেন, ‘ইনশাআল্লাহ হালুয়াঘাটে বহুতল আধুনিক বাজার ভবনের তৈরি হবে, যাতে ছোট ব্যবসায়ীদের জন্য সুলভ ভাড়া, নিরাপদ গুদামঘর, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার–পরিচ্ছন্নতা, বাজারের বিভিন্ন কর্নারে মহিলা ও পুরুষদের জন্য শৌচাগার, পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা থাকবে।
এমন ব্যবস্থা ও পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে ছোট ব্যবসায়ীরাও টিকে থাকতে পারেন, বিকাশ ঘটাতে পারেন।’
বিএনপি এই নেতা বলেন, ‘আলোকিত হালুয়াঘাট গড়ার অর্থ শুধু রাস্তা বা ভবন নির্মাণ নয়, যারা শিক্ষিত মানুষ গড়ার কারিগর, যাদের কর্মে আমাদের ভাত-কাপড়ের সংস্থান হয় , যারা শ্রম দেন, যারা দিনমজুরি করে এই অঞ্চলের অর্থনীতিকে সচল রাখেন তাদের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন।’
পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, বিএনপি নেতা আবদুল হান্নান, আনিসুজ্জামান ও নাদিম আহম্মদসহ প্রমুখ।
এবি/টিকে