বার্ধক্যকে ঘিরে ভয়ের কোনও কারণ নেই, এমনই দর্শন দিয়েছেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার মতে, বয়স বৃদ্ধি জীবনযাত্রার স্বাভাবিক অংশ এবং এটি একধরনের সৌন্দর্য। আমরা যা থামাতে পারি না, তার জন্য আতঙ্কিত হওয়ার দরকার নেই।
মাধুরী দীক্ষিতের এই ভাবনা আজকের সময়ের নারীদের জন্য এক ধরনের প্রেরণা। অভিনয় জগতে দীর্ঘ সময় ধরে তিনি যে সততা ও আত্মবিশ্বাস দিয়ে পথচলা করেছেন, তা এই মন্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়। বার্ধক্যকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই হল জীবনের এক গভীর সত্য।
আরপি/টিকে