যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান করা হয়।
আটকরা হলেন উপজেলার ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০), আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) ও আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৮)।
পুলিশ জানায়, ভোরে অভিযানে ভোগতি গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জ্বলের (৩৮) বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দেশীয় দা, রামদা, খুড়, চায়নিজ কুড়াল, চাপাতিসহ ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া পাওয়া যায় দুটি ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, খালি মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম, ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথবাহিনী।
পিএ/এসএন