প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জানান, চলতি সপ্তাহের মধ্যেই ইসি তফসিল দিতে চেয়েছে।
আজ ৮ ডিসেম্বর সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব এবং ভোট প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মিয়া গোলাম পরওয়ার জানান, নির্বাচন কমিশন চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার পরিকল্পনা করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হয়নি।
পরওয়ার বলেন, তফসিল ঘোষণার পর কোনো সরকারি কর্মকর্তা নিরপেক্ষতা ভঙ্গ করলে ইসি ব্যবস্থা নেবে; এমন একটি আস্থার জায়গা আমরা জানতে চেয়েছি। আমরা এখনও হামলার শিকার হচ্ছি; ইসি কী পদক্ষেপ নেবে, সেটি পরিষ্কার হওয়া জরুরি। জনগণ রায় দিলে ক্ষমতায় আসবে জামায়াত, আমরা সেই দিনের অপেক্ষায় আছি।
তিনি আরও জানান, প্রবাসী ভোটাররা ভোট প্রক্রিয়াকে কঠিন হিসেবে দেখছেন। সুষ্ঠু ভোটের স্বার্থে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে। জাতির আকাঙ্ক্ষা পূরণের মতো নির্বাচন আয়োজন করবে ইসি; এটাই আমাদের প্রত্যাশা। জামায়াত নির্বাচনে সব ধরনের সহযোগিতা করবে।
টিকে/