বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকারপ্রধান শেখ হাসিনাই দায়ী। তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যাপক নির্যাতন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর কামারগাঁও শফিকুল ইসলাম মাদরাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, আজ গোটা বিশ্বের মানুষ দল-মত-নির্বিশেষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করছে।
তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে চূড়ান্ত বিজয় আসবে।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদরাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ করানো হয়।
আইকে/এসএন