বাবুগঞ্জের ঘটনায় বিএনপির ১০ লাখ ভোট কমেছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাবুগঞ্জে হামলা চেষ্টার ঘটনায় একদিনেই বিএনপির দশ লাখ ভোট কমেছে। আপনাদের দলের এই অভদ্র অংশকে নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বেন। এই ক্রিমিনালদের নিয়ে যখন ভোট চাইতে যাবেন, তখন এলাকাবাসী ভাববে নির্বাচনের আগেই (বিএনপি) এদের দিয়ে আমাদের ভয় দেখায়, নির্বাচিত হলে কী হবে?

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মীরগঞ্জ সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে একটি উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে আমি কোনো দল বা ব্যক্তিকে বলিনি, শুধু স্থানীয়দের কাছে সহযোগিতা চেয়েছি। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমাকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা শুধু দৃশ্যমান অংশ।

গত দুই মাস ধরে আমি নিয়মিত এমন ঘটনার শিকার হচ্ছি। আমার নেতাকর্মীদের ক্যাম্পেইনে মারধর করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তারা থানায় গেলে পুলিশ মামলা নিচ্ছে না। আওয়ামী লীগের আমলে যা দেখেছি, এখনো তাই দেখছি। প্রশাসন ধরে নিয়েছে এটাই রুলস অব দ্য গেম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, প্রশাসন আওয়ামী লীগ হয়ে যায়, আর বিএনপি থাকলে বিএনপি হয়ে যায়। কোনো রাষ্ট্র এভাবে চলতে পারে না।

ফুয়াদ আরও বলেন, প্রশাসন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নির্বাচন করতে যাচ্ছে। মুলাদীর নাজিরপুরে জেলা প্রশাসকের সামনে যা ঘটেছে, সবাই দেখেছে। এসব ঘটনায় বিএনপির একাংশের আচরণ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। বিএনপিকে বলতে চাই- হাসিনার ফ্যাসিবাদের সময়ও আমরা চুপ করে থাকিনি। আপনারাও ভাববেন না যে আমরা চুপসে গিয়ে ঢাকায় পালিয়ে যাব।

তাকে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আসুন, আল্লাহর ওয়াস্তে গণতন্ত্রের রাজনীতি করি। আপনারা (বিএনপি) শহীদ জিয়ার রাজনীতি করুন, বেগম জিয়ার রাজনীতি করুন। আপনারা বড় দল, ক্ষমতায় যাবেন- সুতরাং বাস্তবতা মেনে স্বচ্ছ রাজনীতি করুন। ছোট দল ও অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব।

গতকাল আমাকে অনেকগুলো মিটিং বাতিল করতে হয়েছে, কারণ এলাকায় গেলে প্রচণ্ড হুমকি দেওয়া হচ্ছে হাত-পা কেটে ফেলার কথা বলা হচ্ছে, রামদা দিয়ে কোপানোর হুমকি দেওয়া হচ্ছে, এমনকি কোথায় কতটি রামদার অর্ডার দেওয়া হয়েছে তাও আমাদের জানানো হচ্ছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, এই পরিস্থিতিতে ভালো নির্বাচন হবে কীভাবে? দেশে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এই ডিসি-এসপি প্রশাসন দিয়ে ভালো নির্বাচন সম্ভব নয়। গতকাল পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন করেননি।

সরকারের কাছে আহ্বান- গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর যারা নিশ্চুপ ছিলেন, বিশেষ করে বাবুগঞ্জের ওসিকে সাসপেন্ড করতে হবে। একইভাবে মুলাদীর ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে, নইলে ভালো নির্বাচন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে বাবুগঞ্জের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময়ে এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব, কত টাকা পাচ্ছেন অভিনেতা Dec 08, 2025
img
বিগ বসের মঞ্চে ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানালেন সালমান খান Dec 08, 2025
img
ব্যাংক খাতে একই সময়ে দুই বিপরীত চিত্র Dec 08, 2025
img
আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছি : এনবিআর চেয়ারম্যান Dec 08, 2025
img
বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় : রাশেদ খাঁন Dec 08, 2025
img
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০ Dec 08, 2025
img
সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য : তারেক রহমান Dec 08, 2025
img
বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের Dec 08, 2025
img
সন্ধ্যার পরে ঢাবি ক্যাম্পাসে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা Dec 08, 2025
img

ইসির সঙ্গে বৈঠক

জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জামায়াতের Dec 08, 2025
img
আর্থিক খাতে পূর্ণ স্থিতিশীলতা ফেরাতে সময় লাগবে : গভর্নর Dec 08, 2025
img
নিজের দল বিলুপ্ত ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হোসেন সেলিম Dec 08, 2025
ভারতে বিজয় দিবস উদযাপনে অংশ নেবে বাংলাদেশের ২০ সদস্যের দল Dec 08, 2025
img
সামনে রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে : তারেক রহমান Dec 08, 2025
কেয়া পায়েলের বিয়ের পরিকল্পনা: “সবাইকে জানিয়ে করব” Dec 08, 2025
সিনেমায় ঝড়, রাশমিকাই বছরের নম্বর ওয়ান Dec 08, 2025
পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ জিতল ব্রাজিল Dec 08, 2025
তৃতীয় দফায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা Dec 08, 2025
img
২০২৫ যেন সায়নী গুপ্তার দুর্দান্ত বছর Dec 08, 2025
সীমান্তে উত্তেজনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের Dec 08, 2025