নিজেকে যেমন তেমনভাবেই গ্রহণ করার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি তাঁর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি বলেন, কেউই নিখুঁত নয়, প্রত্যেক মানুষই আলাদা। এই ভিন্নতাই মানুষের আসল সৌন্দর্য। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের পরিচয়কে মেনে নিয়ে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে।
ঐশ্বরিয়া রাই এর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন বিনোদন দুনিয়ায় সৌন্দর্যের মাপকাঠি, শরীরী গঠন ও নিখুঁত চেহারা নিয়ে চাপ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরেই এই অভিনেত্রী নিজের কাজ ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন। বিশ্বসুন্দরী থেকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব প্রতিটি ধাপে তাঁকে নানা সমালোচনা ও কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবু নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি তিনি।
এই মন্তব্যের মধ্য দিয়ে যেন নতুন প্রজন্মের উদ্দেশে এক ধরনের সাহসী আহ্বান জানালেন ঐশ্বরিয়া। নিজেকে স্বীকার করার মধ্যেই যে আত্মবিশ্বাসের শুরু, সেটাই তিনি তুলে ধরলেন তাঁর কথায়। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনার কেন্দ্রে থেকেছেন তিনি। তবে প্রতিবারই নীরবে নিজের কাজ দিয়ে জবাব দিয়েছেন।
ভক্তদের মতে, ঐশ্বরিয়ার এই বার্তা শুধু বিনোদন জগতের জন্য নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য প্রাসঙ্গিক। নিজেকে ভালোবাসা, নিজের মতো করে বাঁচার সাহস রাখা এই কথাগুলোই যেন তাঁর অভিজ্ঞতা থেকে উঠে আসা এক বাস্তব উপলব্ধি। ফলে এই মন্তব্য আবারও প্রমাণ করল, পর্দার বাইরেও ঐশ্বর্য রাই বচ্চন একজন প্রভাবশালী কণ্ঠস্বর।
পিআর/টিএ