২০০৫ সালের ১ জানুয়ারি প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নেমেছিলেন শামসুর রহমান শুভ। দীর্ঘ প্রায় ২১ বছর পর সাদা পোশাককে বিদায় জানিয়েছেন তিনি। সোমবার (৮ ডিসেম্বর) এই পোশাকে তিনি খেলে ফেললেন ক্যারিয়ারের শেষ ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন শামসুর। সোমবার বিদায়ের দিনে পেলেন গার্ড অব অনার। দুই পাশে সারি বেধে দাঁড়িয়ে সতীর্থরা তাকে জানান সম্মান। প্রতিপক্ষ ক্রিকেটাররাও তাকে জানিয়েছেন সম্মান।
বিদায়ী ইনিংসে ১৭ বলে ১৭ রান করে আউট হন শামসুর। এদিন দুই দফায় গার্ড অব অনার পান তিনি। এ সময় শামসুরের গাল বেয়ে নেমে যায় অশ্রুধারা। তিনি নেমেছিলেন বরিশালের হয়ে খেলতে।
ক্যারিয়ারে ১৬০ ম্যাচ খেলে ৩৬.২৩ গড়ে ৯ হাজার ৬০২ রান করেছেন শামসুর। যেখানে ২৩টি সেঞ্চুরির সঙ্গে আছে দ্বিগুণ ফিফটি। জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০১৪ সালে।শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।
শেষ ইনিংসটির পর সামাজিক মাধ্যমে শামসুর বলেন, ‘আজকে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংসটি খেললাম। জানি না কতটা অর্জন করতে পেরেছিম তবে সবসময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। জানি, আর কখনও সাদা পোশাক গায়ে চাপিয়ে খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারব না। একজন খেলোয়াড়ের জন্য মুহূর্তটি বেদনাদায়ক। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এসএস/টিকে