অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শ। চলতি মৌসুম শেষ হলেই ঘরোয়া ক্রিকেটে মার্শের অধ্যায়ের অবসান ঘটবে।
২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মিচেল মার্শের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শেফিল্ড শিল্ডে ৫৫ ম্যাচে ২৭৪৪ রান সংগ্রহ করেছেন এবং ৮২ উইকেট নিয়েছেন। তবে গত এক বছর ধরে সাদা জার্সি পরেননি, সর্বশেষ ভারতের বিপক্ষে মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে খেলেছিলেন। ঘরোয়া লিগ থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন মার্শ।
এদিকে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও মার্শের মনোযোগ এখন বিগ ব্যাশ লিগে (বিবিএল) এবং অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে। পার্থ স্কর্চার্সের হয়ে তিনি এখনও সক্রিয়।
এক বিবৃতিতে মার্শ বলেন, 'ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড খেলা আমার জন্য ছিল একটি সম্মানের বিষয়। পার্থ স্কর্চার্স ও ডব্লিউএ ক্রিকেটের প্রতি আমার প্রতিশ্রুতি আগের মতোই থাকবে। ভবিষ্যতেও আমি যেকোনোভাবে দলের জন্য অবদান রাখতে চাই।'
২০২৩ সালে মিচেল মার্শের ভাই শন মার্শও শেফিল্ড শিল্ড থেকে অবসর নেন। তবে মিচেল থেকে বেশি ম্যাচ শিল্ডে খেলেছেন শন মার্শ। তার পাশাপাশি জাতীয় দলেও একসময় নিয়মিত ওপেনার ছিলেন শন।
এসএস/টিকে