বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী ২৬ ডিসেম্বর। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে নিলাম। চমক দিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল নবাগত দল চট্টগ্রাম রয়্যালস। তবে ব্যাক্তিগত কারণ দেখিয়ে সেই পদ থেকে সরে যান তিনি। তার জায়গায় এবার ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দেওয়া তুষার ইমরানকে নিযুক্ত করেছে চট্টগ্রাম। ব্যাটিং কোচের দায়িত্বও সামলাবেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম। দলটি কথা বলেছে নাম প্রত্যাহারের গুজব নিয়েও। তারা যে বিপিএল থেকে সরছে না, সেটিও স্পষ্ট করা হয়েছে বিবৃতিতে।
দলটি জানিয়েছে, 'চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।'
বাশারের সরে যাওয়ার যু্ক্তি হিসেবে তারা বলেছে, ‘বিপিএলের টেকনিক্যাল কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক এই অধিনায়ক। অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় ছাড়তে হয়েছে নাকি চট্টগ্রামের দায়িত্ব। বাশারকে শুভকামনাও জানিয়েছে চট্টগ্রাম।’
প্রসঙ্গত, সব ধরনের ক্রিকেটে ১৫ হাজারেরও বেশি রান আছে তুষারের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২ সেঞ্চুরিতে করেছেন ১১ হাজার ৯৭২ রান। যদিও টি-টোয়েন্টিতে তার অভিজ্ঞতা মোটেই ভালো নয়। ৮ ম্যাচে মাত্র ১০৬ রান করেছেন তিনি।
এসএস/টিকে