৩০ পর মায়ামির প্রথম ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত হলেন আইলিন হিগিন্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরের মেয়র নির্বাচনে প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট প্রার্থী জয়লাভ করেছেন। ফ্লোরিডার মায়ামিতে মেয়র পদে জয় পেয়ে আইলিন হিগিন্স (৬১) শুধু তিন দশকের মধ্যে প্রথম ডেমোক্র্যাটই নন, বরং প্রথম নারী মেয়রও হয়েছেন।

ডেমোক্র্যাট আইলিন হিগিন্স রানঅফ নির্বাচনে ৫৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী এমিলিও গনসালেজ পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট।

গনসালেজকে সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হিগিন্স এর আগে কাউন্টি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘মায়ামি নতুন দিক বেছে নিয়েছে… আপনারা বিশৃঙ্খলার চেয়ে দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন।’

হিগিন্সের এই জয় সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের আরেকটি সংযোজন।

হিগিন্স আরো বলেন, তার এই বিজয় আগামী কাজের সূচনা এবং মায়ামির চলমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দ্রুত কাজ শুরু করবেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি শহর গড়ে তুলব, যা সবার।’

ইমিগ্রেশন, সাশ্রয়ী আবাসনসহ নানা ইস্যুতে প্রচারণা চালিয়ে হিগিন্স বারবার তার নেতৃত্বের ধরণকে ট্রাম্পের বিপরীত হিসেবে তুলে ধরেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্প আর আমার বাসিন্দাদের (যাদের অনেকেই অভিবাসী) সঙ্গে আচরণের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি।

মেয়র প্রার্থীদের টেলিভিশন বিতর্কে তিনি ট্রাম্পের অভিবাসন নীতিকে ‘অমানবিক ও নিষ্ঠুর’ বলে আখ্যা দেন। তবুও তিনি বলেন, ‘যেখানে সম্ভব ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করবেন, কিন্তু যেখানে দ্বিমত হবে, সেখানে আমি স্পষ্টভাবে নিজের অবস্থান জানাব।’

নির্বাচনটি আনুষ্ঠানিকভাবে দল-নিরপেক্ষ হলেও হিগিন্সকে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাট, যার মধ্যে ছিলেন সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী এমিলিও গনসালেজকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস।

হিগিন্স বিদায়ী মেয়র ফ্রান্সিস সুয়ারেজের স্থলাভিষিক্ত হবেন। তিনি একসময় রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে অংশ নিয়েছিলেন।

এর আগে ডেমোক্র্যাটরা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দফা গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতেও বড় জয় পায়, নিউইয়র্ক সিটিতে জোহরান মামদানি জয়ী হন, ভার্জিনিয়ায় অ্যাবিগেইল স্প্যানবার্গার রিপাবলিকানদের কাছ থেকে গভর্নর পদ দখল করেন, নিউ জার্সিতে মিকি শেরিল গভর্নর নির্বাচিত হন। হিগিন্সের জয় সেই ধারাবাহিক সাফল্যেরই সর্বশেষ অধ্যায়।

সূত্র : বিবিসি

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
আসল খেজুরের গুড় চেনার সহজ উপায় Dec 12, 2025
img
যুক্তরাষ্ট্রে যেতে জমা দিতে হবে সোশ্যাল মিডিয়া ইতিহাস! Dec 12, 2025
img
বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: নার্গিস বেগম Dec 12, 2025
img
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল Dec 12, 2025
img
তফসিলকে স্বাগত জানিয়ে বরিশালে জামায়াতের মিছিল Dec 12, 2025
থাই–কম্বোডিয়া উত্তেজনা, ট্রাম্প কি আবার শান্তি আনতে পারবেন? Dec 12, 2025
বিক্ষোভের মুখে বুলগেরিয়ার সরকার পতন Dec 12, 2025
ভোটার তালিকা সংশোধনী নিয়ে বিজেপির উদ্দেশ্যে কঠোর বার্তা মমতা ব্যানার্জির Dec 12, 2025
সাবেক দুই উপদেষ্টার বিচার দাবিতে যা বললেন তৃণমূল এনসিপির নেতা Dec 12, 2025
আফগান সন্ত্রাস নিয়ে কঠোর পাকিস্তান-যুক্তরাষ্ট্র,ভিন্ন পথে ভারত Dec 12, 2025
img
বিচার চাই, আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি: ছোট্ট সাজিদের বাবা Dec 12, 2025
সিরিয়ার সঙ্গে যুদ্ধের হুমকি ইসরায়েলি মন্ত্রীর Dec 12, 2025
মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১ Dec 12, 2025
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি Dec 12, 2025
১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট Dec 12, 2025
সব অপেক্ষার পালা শেষ! এবার নির্বাচনের ডামাডোল Dec 12, 2025
ভাইরাল নাচে অক্ষয়ের বাবা বিনোদের ছায়া Dec 12, 2025
বছর চারেকের অপেক্ষা শেষে ‘নূর’ দর্শকের হাতে Dec 12, 2025
বিপিএলে কাঁপায় দিতে হইবো, ক্রিকেট আবেগের জায়গা : পলাশ Dec 12, 2025
img
আজ অনুষ্ঠিত হবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা Dec 12, 2025