যুক্তরাষ্ট্রে যেসব পর্যটক ভিসা ছাড়া ৯০ দিনের জন্য ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ব্যবহার করে ভ্রমণ করেন, তাদের জন্য নতুন নিরাপত্তা বিধি প্রস্তাব করা হয়েছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ও হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস, ইমেইল, ফোন নম্বর এবং পরিবারের সদস্যদের তথ্য জমা দেওয়ার কথা বলছে।
এই প্রস্তাবিত নিয়মের আওতায় রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপানসহ প্রায় ৪০টি দেশের নাগরিকরা। তবে কোন কোন সোশ্যাল মিডিয়া তথ্য জমা দিতে হবে, তা এখনও নিশ্চিত হয়নি।
নতুন বিধির উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা, বিশেষ করে আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একত্রে ফুটবল বিশ্বকাপ ও ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মতো বড় ইভেন্টগুলোর আগে নিরাপত্তা বাড়ানো।
বিশ্লেষকরা মনে করছেন, এই নিয়ম ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত ঝামেলা সৃষ্টি করতে পারে এবং ব্যক্তিগত গোপনীয়তায় ঝুঁকি বাড়াতে পারে। বর্তমানে ইএসটিএ প্রোগ্রামের আওতাভুক্ত দেশের নাগরিকরা ৪০ ডলার ফি দিয়ে অনলাইনে আবেদন করেন এবং দুই বছর সময়ের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পান। নতুন প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি এবং জনমত সংগ্রহের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
তথ্যসূত্র: আল জাজিরা।
এসএস/এসএন