সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি নাটকীয় ড্র করে আলোচনায় এসেছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। তবে দ্বিতীয় টেস্টে তাদের ব্যাটিং বিপর্যয় দেখে সকলেই হতাশ। আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ২ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তখনও কিউইদের থেকে ৪১ রানে পিছিয়ে ছিল তারা। তৃতীয় দিনের শুরুতে জ্যাকব ডাফি এবং মিচেল রে'র বোলিং তোপে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। তাতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬ রানের। যা ১ উইকেট হারিয়ে তুলে নেয় তারা।
তৃতীয় দিনে ৯৬ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যাকব ডাফি একাই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট। ৩ উইকেট পেয়েছেন রে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে হজের ব্যাট থেকে। এছাড়াও, গ্রিভস ২৫ এবং কিং করেছেন ২২ রান।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুধু টম ল্যাথামের উইকেটটি হারায় নিউজিল্যান্ড। কনওয়ে ও উইলিয়ামসনের ব্যাটে মাত্র ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন ফিলিপ।
পুরো ম্যাচে ৬ উইকেট পাওয়ায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে জ্যাকব ডাফির হাতে। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর, মাউন্ট মাউঙ্গানুইয়ে।
ইএ/এসএন