দক্ষিণ আফ্রিকার সাথে ভারতের বড় হারের দিনে লজ্জার রেকর্ড বুমরাহ–আর্শদীপের

নিউ চন্ডিগড়ের মুল্যানপুরে পুরুষ ক্রিকেটের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। যেখানে ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। চলমান টি-টোয়েন্টি সিরিজের আরও বাকি ৩ ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের হারের দিনে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার একাধিক বিব্রতকর কীর্তি গড়লেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য তাড়ায় সূর্যকুমার যাদবের দল ১৬২ রানেই গুটিয়ে গেছে। টি-টোয়েন্টিতে যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের (সর্বোচ্চ ৮০ রানে হার নিউজিল্যান্ডের বিপক্ষে) ব্যবধানে হার। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩তম ম্যাচ জয়ের রেকর্ড গড়ল এইডেন মার্করামের দল। ম্যাচটিতে ভারতের প্রধান দুই পেসারই উইকেটশূন্য থেকে বেশ রান খরচ করেছেন। বুমরাহ-আর্শদীপ দুজনই খেলেছেন এমন ১৪ ম্যাচ পর হারল ভারত।

৮২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার কোনো ম্যাচে চারটি ছক্কা হজম করেছেন বুমরাহ। এর আগে ২০১৬ এবং ২০২২ সালে দুটি ম্যাচে সর্বোচ্চ ৩ ছয় হজমের অভিজ্ঞতা ছিল তার। ডানহাতি এই তারকা পেসার ৪ ওভারে ১১.২৫ গড়ে দিয়েছেন ৪৫ রান। বিনিময়ে কোনো উইকেট পাননি। এর আগের ম্যাচে তিনি বিশ্বের পঞ্চম বোলার হিসেবে তিন ফরম্যাটেই আলাদা করে ন্যূনতম ১০০ উইকেট নেওয়ার রেকর্ডে নাম লেখান। ৩ ওভারে ১৭ রান খরচায় নেন ২ উইকেট।

এদিকে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুমরাহ’র চেয়েও খরুচে ছিলেন আর্শদীপ সিং। আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। এ ছাড়া বিব্রতকর রেকর্ড গড়েছেন ১৩ ডেলিভারির পর ওভার সম্পন্ন করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর্শদীপের করা ১১তম ওভারে ৭টি ওয়াইড হয়েছে। পুরো ম্যাচে তিনি ওয়াইড দিয়েছেন ৯টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ১৩ ডেলিভারিতে ওভার সম্পন্ন করার বিব্রতকর রেকর্ডে নাম তুললেন আর্শদীপ। এর আগে এই রেকর্ডটি একমাত্র আফগানিস্তানের পেসার নাভিন-উল-হকের দখলে ছিল।

ম্যাচটিতে প্রোটিয়াদের বড় রানের পুঁজি গড়ার পথে ৪৬ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯০ রান করেন কুইন্টন ডি কক। যা ভারতের মাটিতে বিদেশি কোনো ব্যাটারের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পঞ্চম হাফসেঞ্চুরি। সমান ফিফটিতে নিকোলাস পুরান ও জস বাটলারও যৌথভাবে ওই কীর্তি গড়েন। এ ছাড়া ডি ককের করা ৯০ রান ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাদের সঙ্গে ডেভিড মিলার ও রাইলি রুশোর সেঞ্চুরি রয়েছে।

ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি ছয় হাঁকিয়েছে। আগের সর্বোচ্চ ১৬টি ছয় দেখা গেছে ২০২২ সালে। ভারতীয় বোলাররা এদিন সবমিলিয়ে ১৬টি ওয়াইড দিয়েছে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান ১৬ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ ওয়াইড দেওয়ার নজির আছে ভারতীয়দের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ২৬ ছক্কা মারার কীর্তি গড়লেন তিলক ভার্মা। এই ম্যাচে তিনি ৩৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬২ রান করেন। এ ছাড়া দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৫০টি ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন অভিষেক শর্মা। এর আগে ২০২২ সালে সূর্যকুমার ৬৮ ছয় মেরেছিলেন।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ রানে হার ভারতের Dec 12, 2025
img
বংশপরম্পরায় কাক প্রায় ১৭ বছর ধরে রাগ পুষে রাখতে পারে Dec 12, 2025
img
আ.লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না : সালাহউদ্দিন Dec 12, 2025
img
নির্বাচনি তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে: সালাহউদ্দিন Dec 12, 2025
img
ভারতের হার না মানা সৈনিক যুবরাজ সিং! Dec 12, 2025
img
ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ Dec 12, 2025
img
শুধু সংসদ সদস্য নয়, আমি গণভোটেরও প্রার্থী : আসিফ মাহমুদ Dec 12, 2025
img
গুরু যুবরাজকে ‘ভয়’ পান অভিষেক শর্মা Dec 12, 2025
img
মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ Dec 12, 2025
img
দেশের স্বার্থে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা কার আছে, প্রশ্ন জিল্লুর রহমানের Dec 12, 2025
img
বিচ্ছেদের গুঞ্জনে আরাধ্যর ওপর প্রভাব, অভিষেকের স্পষ্ট বার্তা Dec 12, 2025
img
রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার Dec 12, 2025
img
সম্মানজনক বিদায়ে সন্তুষ্ট শামসুর, নেই কোনো আক্ষেপ Dec 12, 2025
img
দেশের মানুষের কাছে আর ধর্মের বড়ি বিক্রি করা যাবে না: সালাহউদ্দিন আহমদ Dec 12, 2025
img
বাস কনডাক্টর থেকে দক্ষিণী ছবির ‘থালাইভা’ রজনীকান্তের বিস্ময়কর পথচলা! Dec 12, 2025
img
নোয়াখালীতে ইলিয়াসের কুশপুত্তলিকা আগুন Dec 12, 2025
img
সোশ্যাল মিডিয়ায় বিকৃত করা যাবে না সালমানের নাচ কিংবা সংলাপ, নির্দেশ আদালতের Dec 12, 2025
img
ভারতের অন্ধ্রপ্রদেশে কুয়াশার কারণে বাস খাদে পড়ে নিহত ৯ Dec 12, 2025
img
ফিফা আরব কাপে সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ সৌদি আরব Dec 12, 2025
img
ঢাকার বাজারে আবারও মাছের চড়া দাম Dec 12, 2025